নিরুদ্দিষ্ট সে-কোন এক মেঘলা দিনে
বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া হয়ে
রোদ্রের সাথে কোন এক ভোরবেলায় কুয়াশা হয়ে,
কোন এক শেষ বিকেলে গোধূলি লগনে।


নিরুদ্দিষ্ট সে-কোন এক অমাবস্যার রাতে
ভয়ংকর কালো অন্ধকার হয়ে
ঘন কালো মেঘের আড়ালে কোন এক বর্ষা কালে,
কোন এক অচেনা নদীর স্রোতের সাথে।


নিরুদ্দিষ্ট সে-কোন এক প্রাচীন যুগে
হারিয়ে যাওয়া সভ্যতা হয়ে
মহাকালের সাথে কোন এক ভয়ানক দিনে,
গন্তব্যহীন কোন এক পথের সাথে।


নিরুদ্দিষ্ট সে-আশা দিয়ে কাছে আসার দিনে
স্নিগ্ধতায় জড়ানোর কথা বলে
মধ্যরাতেই নিশির ডাকে সারা দিয়ে,
আস্তে আস্তে মিলিয়ে গেছে।


নিরুদ্দিষ্ট সে-কোন এক জ্যোৎস্না রাতে
কারো হৃদয় আলোকিত করে
সঙ্গী হয়ে কোন এক অদ্ভুত মহামানবের সাথে,
কোন এক অভাগাকে অন্ধকারে ফেলে।