মানবতার বিপন্ন ভিটেয় এখন শুধু ঘুঘুই চড়ে
তবুও হলনা যে ভুলের শোধ!
এগার মাসই তো কোমায় ঘুমায়-
পক্ষাঘাতগ্রস্ত দেশপ্রেম, নি:শেষিত মূল্যবোধ!

তবু বিমর্ষ মুখে উকি দেয় ক্ষয়িষ্ণু চেতনা
আবার আসে গৌরবের সেই মাস,
ভোগবাদের ফটকে অনেকটা হামাগুড়িতেই পৌছে যেন-
দাঁড়ায় করুণ চোখে, অহংকারের অগ্নিঝরা মার্চ !


বাসে ট্রেনে জীবন্ত পোড়ে ছাই গনতন্ত্র-
যুগযুগ অধরাইতো রয়ে যায় মুক্তির স্বাদ;
তাই রাত গভীরের তোপধ্বনিতে
যায় মিলিয়ে ভবনচাপা স্বাধীনতার অন্তিম নাদ!


সাত কোটি থেকে এখন ষোল কোটি,
দিনদিন বাড়ছেই উন্মাদের হার!
নিভৃতেই চলে প্রলাপ যত্রতত্র-
কেই বা রাখে খবর কার?


কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ এখানে সমানে সমান
অহরহ দৃষ্টিসীমাতেই বদল হয় মঞ্চের চেনা কুশীলব,
অবলীলায় পাল্টায় তাদের মুখের বোল -
আসে নানান বাচন ভঙ্গী কত অভিনব!


প্রসূত হয় মুক্তিযোদ্ধা এখনো প্রতিক্ষণ -
দখল নিতে হবে যে লোভের আসন!
সুতরাং খুব সঙ্গত কারণেই আজ-
পূর্ণিমার চাঁদে ও চলে  রাজাকারের শাসন!