স্বপ্নের ডাকে ঘরহারা হই,
বুকের তাপ বিলিয়ে দেই
পাথর কেটে বাগান গড়ি
সেই বাগানে ফুটে কুঁড়ি।


যুগ কাটে কোন ক্ষণে
দিবারাত্রি প্রহর গুনে!
দ্বি-পত্র যখনি বৃক্ষ বনে
মৌ লোভীরা ভিড়ে বনে।


তবু দিন যায় রাত যায়
কী জানি কী আশায়!
কিসের টানে ঘুরছি তবে
আধ বেলার এই ভবে।


দিগন্ত পানে মেলে আঁখি
কোন সুখের ছবি আঁকি?
গোধূলি রাঙা মেঘমালায়,
বিরহী এ সাঁঝ বেলায়।


যখনি যার ডাক আসে
কাল-গাঙে যে যাই ভেসে!