কি ভাবছেন ?
ঝাঁকা জুড়ে সুখ নিয়ে এলাম;
কিংবা বুক জুড়ে প্রেমের সারগাম!
না, মোটেও তা নেই যে আমার; তবে-
কানাইয়ের বাঁশী ছিল একটা কোন কালে,
কবে যে হারালাম... মনেও নেই আজ।


জিহ্বায় এখন বাসুকীর ফণা; ঠোঁটে পাঞ্চজন্য শঙ্খ!
না এখানে কোন রঙধনু হয়না আর,
কেননা এ প্রাণে যে বেনীআসহকলা নেই!
অথবা পুড়ে গেছে বুকের সেই ত্রিকোন প্রিজমটা।


ও আচ্ছা-
কন্ঠে ওটা? তাই বলুন! জ্বী হ্যা, ঠিক ধরেছেন-
আমারও তাই মনে হয়, এটা বিষই হবে হয়তো!
যেখানে ছিলাম এতকাল চারপাশ গিয়েছিল ছেয়ে
কণ্ঠে ধারণ করেছি তিল তিল করে!


হ্যা, ব্যর্থই বলতে পারেন,
অনেকটাই ক্লান্ত আমি সাগর মন্থনে,
দিনরাত পথে পথেই ঘুরি…
অমৃত জুটেনি আমার, তাতে কী!
তবুও কৈলাস ছাড়িনি আমি..
যদি পারি হতে নীলকণ্ঠ একদিন!