আমার কষ্টেরা অশ্রু হয়ে ঝরে,
অশ্রু দুচোখ বেয়ে পড়ে৷
সুতো কাটা ঘুড়ি আমি স্বাধীনতার তরে৷
অশ্রু ঝরে আবার শুকিয়ে যায়৷
এসব কি আমার কষ্ট? নাকি আমিই এক কষ্ট?
হারিয়ে যেতে তো কষ্ট নেই
তবে হারিয়ে ফেলতে অনেক কষ্ট৷
তাই তো মা হারিয়ে যেতে পারিনা৷
সময় আর বাস্তবতার আবহমান স্রোতে নিজেকে ভাসিয়েছি এক যুগ৷
তবে বিশ্বাস করো মা বদলে যায়নি আমার সত্বা৷
বদলে যায় নি সেই শিশু মন৷
তবে কেনো আমার অস্তিত্ব সৃষ্টির আড়ালে বিলীন হতে চলেছে?