আমার ও হৃদয় আছে, ভেঙে যায়, ব্যথা পায় আঘাতে;
বেদনায় হয় নীল।
আশায়  স্ফীত হয় নিরাশায় হতাশ।
প্রেমের স্বপ্ন বুনে চেয়ে থাকি ফসলের মাঠে সারাদিন;-
বিকালের হলুদ আলোর নীচে হিজলের ছায়
তোমার স্পর্শ মেখে সুখ পাই মনে।
সবুজের বুক চিরে লালচে রাস্তা ধরে নীলাভ দিগন্তের ওইপারে
হেঁটে যাই - চিরকাল।
শূন্য, নিঃসঙ্গ     একাকী বিরান মাঠে শিমুলের মতো-
লাল হয়ে ফুটে থেকে ঝরে যাই যদি।
শালিকের মতো এসে তুমি বসবে না ? এই রুক্ষ শাখায়?

শিউলির সবুজ স্নিগ্ধতা মাখা শীতের কুয়াশায়-
ভেজা মাটির শুয়ে থাকে একটু উষ্ণতার আশায়।
গ্রাম থেকে আরো দূরে তাল আর নারিকেল বনে
জেগে থাকা হলুদ সুর্য্ মনে হয় ভেঙ্গে যাওয়া ডিমের কুসুম ।

যখন তোমার সাথে হেঁটে যাই জীবনের এই পথ শিশিরের মাঝে
শীতের উষ্ণ কোলে শুয়ে থাকি আমি যেন শিশুর আদরে।
পৃথিবীর মরু পথে-
এই নারী,-   প্রেম যেন শীতল ছায়া ফেলে ক্লান্ত পথিকের;
অমৃত হ্রদে    জীবনের তৃষ্ণা মিটাইয়ে দেয় পার করে।