শরতের পরে হেমন্ত কালের আগমন
সোনালি রঙের সৌন্দর্য্য নিয়ে হেমন্ত।
রাতের আকাশে দেখা মিলে,
অগণিত মিটিমিটি  তারার মেলা।
প্রভাতের সূর্যকিরণে দূর্বাঘাসের ওপরে,
শিশির বিন্দুগুলো মুক্তার মতো হয়ে ওঠে।
ঘরে ঘরে ফসল তোলার আনন্দ,
বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ
ঢেঁকির তালে মুখর পুরো বাড়ির আঙিনা,
বাতাসে ভেসে বেড়ায় ধান ভানার গান।
বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব,
আর পিঠেপুলির আনন্দে মাতোয়ারা ।