নেতা নাইরে
===============
০১
মাঝে মাঝে ভবন ধ্বষে
শ্রমীক শ্রেনী মরছে দেশে।
হরহামেশা মরছে পুড়ে
আগুন লাগায় কর্মখেত্রে।
বিচার চাওয়ার তাদের জন্যে
দেশে কোণ নেতা নাইরে।
যদিও শ্রমীক ব্যস্ত থাকে
সর্বদাই দেশের কাজে।
ক্যান যে শ্রমীক, কিসের লোভে
ভয় না পেয়ে মরছে হেসে।
নাকি তারা বাধ্য হচ্ছে
মরন ফাধে ডিউটি করে
ভাতের পয়সা যোগার করতে?
দেখার কোন নেতা নাইরে।
যোদিও বলে বোয়েট টীমে
ঝূকির কথা তাদের মতে,
কয়না কথা তবুও কেনে
আছে যারা প্রশাসনে?
কেন তালা লাগায় না যে
ঝূকিপূর্ন সব ভবন ঘড়ে?
দেখার কোন নেতা নাইরে।
যদিও শ্রমীক ব্যস্ত থাকে
সর্বদাই দেশের কাজে।(চলবে)
===============
মোঃ এমদাদুল হক দেওয়ান (লিয়াকত)