ঈমান্দার


আন্তর দিয়ে বিশ্বাস করা
মুখে মুখে স্বীকার করা
স্বীকৃত যা সবই করা
নিষেধ সবই বর্জন করা  
একেই বলে ইমান আচ্ছা।
ঈমান মানে শুধুই না
মনে মনে বিশ্বাস করা।
আদেশ যা করবেই তা
নিষেধ যা ছারবেই তা।
এমনি ভাবে জীবন যাপন করে যারা
ইমান্দার যে শুধুই তারা।
আদেশ নিষেধ না মানিয়া
মুখে শুধু বলে যারা সরীক বিহীন আল্লাহতায়ালা
খাঁটি ইমান্দার নয়রে তারা।
মোঃ এমদাদুল হক দেওয়ান(লিয়াকত)