মনের ক্ষত


মনের মাঝে ক্ষত হলে
মানুষ খুবই কষ্ট পায়রে।
মনে ক্ষত তৈরী হলে
শান্তি সবার চলে যায়রে।
ক্ষত আবার তৈরী হয় যে
মানুষেরই আঘাত হতে।
মানুষকে তাই ছাড়তে হবে
শান্তি ধরে রাখতে হলে
মিথ্যা বলা, লোক দেখানো ভালবাসা
ঠকবাজী আর পরনিন্দা।
ছাড়লে এসব সবাই মিলে
ক্ষত যে আর হবে নারে
নতুন করে কারো মনে।
দূ;খ- কস্ট না পাওয়াতে
পাশের কারো ব্যবহারে।
===================