সনদ নাইযে


রাখতে নেই কাজ করব বলে
কিছু করার সূযোগ পেলে।
করতে হয় কাজ সাথে সাথে
যখনই কাজ সামনে আসে।
করার সময় যে পাবই পরে
তেমন কোন সনদ নাইযে।
তাই কখনো বলতে নাইরে
থাকতে সময় করব পরে।
সময়টাকে সঠিক ব্যয়ে
ভাল কিছু করে গেলে
শান্তি পাবে দেশের লোকে।
করবে দোয়া বিনিময়ে
কাজের লোকের ভালর জন্যে।
করব বলে বসে বসে
দেশের সময় নস্ট করে,
যায় যদি কেউ পরপারে
ভাল কিছু করার আগে।
তাকে কভু ছাড়বে নারে
সময় দিল যে দেশ তাকে।
সৃষ্টিকর্তা তৈরী করছে
সৃষ্টির সেরা মানুষ জাতকে
ভাল কিছু পাবার জন্যে।
যায় যদি কেউ পরপারে
ভাল কিছু করার আগে।
তাহলেই সে গেল চলে
স্রষ্টার আশা ভংগ করে।
যে কারনে ছারবে নারে
স্রষ্টাও যে পরকালে।
কাজেই সবার করতে হবে
সময়ের কাজ সময়েতে,
বলব না কেউ করব পরে
নাই যে এমন সনদ কাছে
করার সময় পাবোই পরে।


==================