হামলা কেন যানবাহনে


গনতন্ত্র রক্ষা করতে
হামলা কেন যানবাহনে?
নিরপরাধ মানুষ মরে
যানবাহনে হামলা হলে
গনতন্ত্র যাদের জন্যে।
বুঝনা কি নেতা হয়ে?
অচলাবস্থা তৈরী করতে
না বসে কেউ পথের মাঝে
চালিয়ে যাও উপর দিয়ে
না বলে কেউ যানবাহনকে,
হামলা চালাও সাথী নিয়ে
মানুষ ভরা যানবাহনে।
কেন নেতা
তুমি নিজেও মরবে বলে?
গনতন্ত্র রক্ষা করতে
যাওনা কেন মিছিল করে
স্মারক লিপি হাতে নিয়ে
সরকারী সব কর্মক্ষেত্রে।
পুলিশ তাতে বাধা দিলে
দাওনা কেন আগুন সবে
প্রশাসনিক ভবন ঘরে।
কেন নেতা
পুলিশ তোমায় ধরবে বলে
গুলী খেয়ে মরার ভয়ে?
তাই কি তুমি চাঙ্গা করতে আন্দোলনকে
মাণুষ মার দূরে বসে
বোমা মেরে যানবাহনে?
কিন্তূ ণেতা
নিজে বেচে মারছ যারে
গনতন্ত্র যে তারই জন্যে।
তবুও তাদের মারার জন্যে
হামলা কেন যানবাহনে?
নেতা
গনতন্ত্র রক্ষা করতে
আরও অনেক উপায় আছে
করলে যেসব মরবে নিজে
নয়ত বাঁচবে সবাই মিলে।
না দিয়ে যোগ সেসব কাজে
গনতন্ত্র রক্ষার নামে
শূধু, হামলা কেন যানবাহনে?
====================