২২
শুধু  শ্রমিক  নইরে
বাবাও আমি ।
কাজেই আমায় ভাবতে হবে
কর্মক্ষেত্রে কাজে বসি ।
নতুন ক্ষেত্র গড়তে হবে
যেখানেতে আসবে বসি,
সন্তান আমার পড়ার শেষে
উপার্জনে অর্থকড়ি ।  
শুধু শ্রমিক নহি
মা ও আমি ।
তাইত ভাবি কাজে বসি ।
থাকলে মেশিন আর দু-চারটি
চাকরী পেত সে মেয়েটি
স্বামীর সাথে, হয়েছে যার ছারাছারি ।
আইভুরুটার হত গতি
হচ্ছে না যার বিয়ে সাদি ।
শুধু শ্রমিক নইরে
বোন ও আমি ।
কর্মক্ষেত্রে কাজের ফাঁকে
বাড়তি যায়গা তাইত খুজি,
নেশাগ্রস্ত বেকার ভাইকে
চাকুরী দেব বলি ।
শ্রমিক হলেও ভাই আমি যে
ভাবি তাই কাজের ফাকে ,
কর্মসংস্থান না বাড়ালে
কোথায় মানুষ মজুর দেবে
আসছে যারা ক্ষনে ক্ষনে ?
আসবে যারা সনে সনে
লেখা পড়া করার শেষে ,
কোথায় তারা লাগবে কাজে
কর্মজীবন শুরু করতে ?
কিন্তু আমি কবি বলে
নাই হতাশা মনে ।
ভাবী শুধু বসে বসে
হবে হবে , সবই হবে ।
যারা আছে কর্মক্ষেত্রে
তারা যদি মিলে মিশে
ফলায় সোনা কর্মক্ষেত্রে ।
===================


২৩
পজি পতি খাটাও যদি
তোমার পুজি দেশে ,
কর্মসংস্থান পাবে বৃদ্ধি
তোমার দেশের মাঝে ।
সূযোগ পাবে দেশের কর্মি
অর্থ উপার্জনে ।
বেকার হবে শ্রমজীবি
কাজে লাগার ফলে ।
পুজি পতি, লাভ যে তোমার একই
লাগাও যদি তোমার পুজি বিদেশেতেও কাজে ।
বারতি সূযোগ পাবে তুমি
দেশের সেবক হতে ।
বিদেশে নয় তোমার পুজি
খাটাও যদি দেশে ।
কর্মসংস্থান পেলে বৃদ্ধি
তোমার পুজির বলে ।
শক্ত হলে অর্থনিতি
বারতি রুজির ফলে ।
=======================