৭১
কাজ না করে চুরি করলে
সময় কেহ কর্ম ক্ষেত্রে ,
কর্ম ক্ষেত্র লুটিয়ে পরে
উৎপাদন তার কমার ফলে ।
কর্ম ক্ষেত্র লুটিয়ে পড়লে
চাকুরী হারায় কাজের লোকে,
সময় চুরও পথে বসে
তালা লাগায় মিলের গেটে ।
অতএব বন্ধু এসোনা সবে
আর, ফাকি না দেই নিজের কাজে ।
রুটি রুজি ,টিকিয়ে রাখি তাদের জন্যে
যারা কাজ করে যায় নিজের মনে ।
সালাম জানাই উন্নয়নকে
শক্তিশালী দেশ গঠনে ।
দাড়াই আমরা তাদের পাশে
আসবে যারা ভবিষ্যতে
কর্ম সংস্থান বৃদ্ধি করে ।
নিজেও বাচি খেয়ে পরে
মিলের গেটকে খোলা রেখে ।
===============