১২৫
রাখাল আছে
লাঙ্গল নাই ,
লাঙ্গল পেলে
যায়গা নাই
রাখাল বল যাবে কই ?
ক্ষুধা আছে
খাবার নাই
খাবার কিনতে যে
টাকা চাই ,
টাকা পেতে
ইনকাম চাই ।
মজুর দেয়ার যে
জায়গা নাই ,
ইনকাম করতে
যাবে কই ?
কাজেই কবি শিল্পায়নে
কর্তৃীপক্ষের হেডেক চাই ।
================
১২৬
স্বপ্ন আমার অন্তরেতে
নতুন মেশিন আসলে দেশে
শ্রমিক হব বেকার হতে ।
কর্মক্ষেত্রে শ্রম দেওয়াতে
বেতন পাব মাসের শেষে ।
মুক্তি পাব অভাব হতে
সূযোগ পাওয়ায় উৎপাদনে ।
ঋন দাতারা ঋন দানেতে
কর্ম ক্ষেত্র গড়বে দেশে ?
পুজি পতি এগিয়ে আসবে
নতুন খাতে বিনিয়োগে ?
নাকি বেকার মরবে ধুকে
স্বপ্ন মনে লালন করে ?
================