আর কতকাল থাকবো বাবা মোদের কুড়ে ঘরে,
বর্ষা এলে সারা ঘরে বৃষ্টির পানি পড়ে।
ঐ যে দেখো মোড়ল কাকার সুন্দর দালান কোটা
মাটির ঘরে থাকি মোরা চালে ছিদ্র ফোটা।


শোনো সন্তান! করিস না দুখ সুখে আছি মোরা,
দালান ঘরে থেকে কি আর হয় রে স্বপ্ন পুরা?
ধনীর ভিতর নাই রে শান্তি চায় সে আরো টাকা,
অল্প ধনে সুখী নয় সে মনটা তাহার পাকা।


জানো বাবা লোকে বলে, তুই কম জাতের ছেলে,
ঠাট্টা বিদ্রুপ করে মোরে খেলা করতে গেলে।
গরিব বলে আমার সাথে করেনা কেউ খেলা,
পাঠশালায় যাই যবে আমি করে সবাই হেলা।


শোনো সন্তান! এই সমাজে জাত বড়াই যে করে,
মনুষ্যত্ব নাই যে তাহার মুর্খ সমাজ গড়ে।
গরিব মোরা নইতো দুঃখী করো তুমি সবুর,
মানুষ মোরা সবাই সৃষ্টি একজন মহান প্রভুর।