বলতে পারিস ভুতো,
তোর আমার মাঝে তফাৎ কত।
ধুর ছাই! শুধু বকেই যাই,
চার পেয়ে তুই নেরি কুত্তা,
মাথা মোটা, তুই মুখ পোড়া;
কসাই খানার হার লুকিয়ে,
বেজায় খুসি লেজ নারিয়ে;
বুঝবি কি তুই তফাৎ মোদের।
দেখনা চেয়ে আমার দিকে,
দু পায়ে চলি, হাত দু খানা।
কি রে ভুতো! দেখনা আমায়
জানিস ভুতো, আমার শুধু একটাই দুঃখ!
দু হাত পেতে চাইতে গেলে,
দেয় তারিয়ে সবাই মিলে।
আমায় দেখে সবাই ছি ছি করে,
চোখ পাকিয়ে তেড়ে আসে,
ধুর বোকা, এর এমন কি!
দু পায়ে মোর আছে না বল,
ছুট দিয়ে হই পাগার পার।
কিরে ভুতো, দাত কেলিয়ে হসাছি,
তুই বড্ড বেয়ারা, আমায় ছুবি না।
দূর হ তুই কুকুর ছানা,
জানিস না তুই তফাৎ খানা।