মা! বিচার পাইনি;
মা বাবার হত্যার বিচার পাইনি;
দিব্যি ঘুরে বেরাচ্ছে হায়নার দল,
গরিবের টাকায় দিব্যি আছে তারা।
মা কি হল! মা,
তোমার মুখে শুনেছি বাবার কথা,
শুনেছি ৩০ লক্ষ শহীদের কথা,
তোমার মত ২লক্ষ নারীর ইজ্জতে কথা;
মা! আমি পারি নি,
পারিনি তোমার ইজ্জতের বিচার করতে,
পারিনি বাবার হত্যার বিচার করতে।
মা! জান
মঞ্চে দারিয়ে ফাসির দ্বাবি করেছি;
উদ্ধত কন্ঠে বলেছি এ রায় মানি না মানব না।
মা! ওরা চায় না, বিচার চায় না;
চায় না ওরা তোমার ইজ্জতের বিচার হোক,
চায় না ওরা বাবার হত্যার বিচার হোক।
মা!জান,
আশা নিয়ে জয়ের উল্লাসে চিৎকার করেছি,
বলেছি বিচার হবেই হবে।
মা! পারছি না মা,
রাবার বুলেটের আঘাত আর সহ্য করতে পারছিনা,
চোখ জ্বাল করছে,মা
ওরা টিয়ারশেল মেরেছে,মা
মঞ্চে উদ্ধত কন্ঠে বলেছি জয় বাংলা;
মা কিছু দেখতে পারছি না,
ওরা আজ হায়নার সাথে মা,
ওরা চায় না আমরা বিচার পাই,
ওরা চায় না আমরা স্বাধিন হই,
মা!
ওদের মদদে পুষ্ট আজ হায়নার দল;
মা! মাগো আমি পারিনাই মা