শুকতারা তোমার যৌবনের ফুল আমায় দেবে?
আমি তোমায় মালা গড়ে দেব,
তেপান্তরের দিগন্ত পেরিয়ে নীল পদ্ম এনে জুরে দেব সেই ফুলে,
তোমার ফুলের মাঝে নীল পদ্ম হারিয়ে যাবে,
নতুন স্বপ্ন জেগে উঠবে।
নতুন কুঁড়িতে ভরে যাবে পাদ্ম পাড়ে,
জেগে যাবে জিবনের ছোয়া।
তুমি দেবে তোমার হাতের ঐ রাঙ্গা মেহেদির রঙ,
তুমি দেবে কি আমায়?
আমি আকাশের বুকে এঁকে দেব রামধনুর রঙ,
ছুঁয়ে দেব আকাশের বিশালতা।
তুমি দেবে তোমার কণ্ঠের গান,
আমি সযত্নে রেখে দেব আমার হৃদয় পানে।
তুমি দেবে তোমার ঐ ভালবাসার স্পর্ষ,
আমি হারিয়ে যাব তোমার চোখের স্বপ্ন দিগন্তের মাঝে,
তুমি দেবে আমায়?