মাঝি ভোর হয়ে এল যে;
তরী বাইতে হবে মহাসাগরে,
অপেমক্ষমান যাত্রীর উদ্বিগ্ন নয়নের অকুল আশা,
হার জির জিরে বাম পাজরের ধুক ধুক করে চলা হৃতপিন্ডের শব্দে অর্থনীন আশা,
মাঝি তুমি শুনতে কি পাওনা।
বেলা যে পড়ে এল মাঝি,
হাল কি ধরবে না?