টাকাই আজই সবকিছু ভাই
টাকায় চলে রাজ্য
টাকার জন্যেই এ ধরাতে
হচ্ছে নানান নাট্য।
ভালবেসে যাকে তুমি
দিচ্ছো তোমার সব
টাকার জন্যে সেই তোমাকে
করবে জীবন্ত শব।
টাকার জন্যে নিজের প্রিয়া
বলবে মিথ্যা কথা,
সংসার কে পায়ে দলে
ধরবে নতুন প্রথা।
তোমাকেই ছাড়ার জন্য
করবে নানান বাহানা,
তুমিই হবে অত্যচারী
পাষান্ড সাহারা।
তোমার যত আপন মানুষ
হয়ে যাবে নিষ্ঠুর
তুমিই হবে অন্যে আসক্ত
প্রচণ্ড রকমের কিপটুস।
এমন হরেক মিথ্যা তখন
আসবে তোমার সামনে,
পিছন থেকে প্রিয়া তোমার
হাসবে মনের আনন্দে।
এভাবেই চলবে দিন
একদিন হবে নিঃস্ব,
তোমায় রেখে প্রিয়া তোমার
ধরবে নতুন শিষ্য।
তোমার যত আপনকে
করতে হবে পর,
নইলে তোমার প্রান প্রিয়ার
মুখটি হবে ভার।