ভালবাসা কারে কয় গো সখি
ভালবাসা কারে কয়,
মিথ্যা আর সন্দেহতে কি
ভালবাসা হয়?


অনেক করে সেদিন তোমায়
বেসেছিলাম ভাল,
তাই কি এখন মিথ্যা বলে
করছো আমায় কালো।


এই তো সেদিন অনেক রাতে
হঠাৎ করে জেগে উঠে
আদর করে শত চুমা
দিয়েছি নরম গালে,
অবেগঘন কোন রাতে
বুকের মাঝে জড়িয়ে তোরে
বংশগতির খেলাখেলে
ঘুমিয়েছি তোর বুকে।


সকাল বেলা উঠতে গেলে
হাতটি ধরে এ্যাকচা টানে
কোলের উপর বসিয়ে দিয়ে
এঁকেছি চুমার অঙ্কন
জুড়াজুড়ি করতে গিয়ে
বেজেছে তোমার কঙ্কন,
তোমার মনের গহীন কোনে
সন্দেহরা বাসা বাধে
বুঝিনি গো আমি প্রিয়া
বুঝিনুকো তখন।


দুপুর বেলা রান্না ঘরে
চুপটি করে পিছন থেকে
জড়িয়ে ধরে তোমার গালে
দিয়েছি মধুর চুম্বন,
ভাবিনি গো তখন প্রিয়া
এটাও আমার জুলুম।


মাসের সেসব দিনগুলোতে
পিছন ফিরে আমার দিকে
ঘুমিয়ে থাকতে গভীর ঘুমে,
আমি তখন ভালবেসে
মনটা ভরে আবেগ নিয়ে,
বিলি কেটে কালো চুলে
তোমার নরম ঠোটের কোনে
সোহাগ ভরা চুমু দিয়ে
দিয়েছি প্রেমের স্পন্দন,
সত্যই আমি বুঝিনি তখন
আমিই তোমার ক্রন্দন।