কোন এক বসন্ত উৎসবে  
নিমন্তন পাঠিয়ে তারে
বলেছিলাম এসো দেবী এ উৎসবে
ঢোলক বাজছে চারধারে,
সে অাসেনি,
তারপরে,
কত বসন্ত গেলো, বৈশাখ এলো
কত নিমন্তন গেলো তার দ্বারে,
কভু অাসেনি সে
ভালবাসেনি মোরে।
তাই বলে
বসন্ত কি অার অার অাসেনি
বৈশাখে কি বসেনি
রঙের মেলা?
সে উৎসবে গেয়েছি গান সুরে
হয়তো কেউ ধরেনি মোর হাত দুখানারে,
তাই বলে শীতে কাপেনি হৃদয়
একাই হোক, সহচরী নাইবা হলো সে
হৃদয় মোর চির বসন্তময়।