খুলে দিলাম মনটা আমার সরল রাস্তার মত,
পথিক তুমি চলতে পারো তোমার মনের মত।


গুরুত্ব আর গভীরতায় মনটা আমার উদার
কতদিন ? বা কত বছরের ? সেটা ভেবো নাকো।


একা থাকা সময় টুকুন নইকো আমি একা
সবার পাশে থেকেও যখন খবর নাহি রাখো
তখন আমি বড্ড একা এটাই ভেবে রেখো।


জীবনের বাঁকে, অহংকারে পরীক্ষা নেয় সুখ
কষ্টের আর্তনাদে, ধৈর্যের পরীক্ষা নেয় দুঃখ
সুখে দুঃখে পাশেই পাবে আমি পরাজিত।


খুলে দিলাম মনটা আমার আকাশের মত
ইচ্ছে হলেই আশ্রয় নাও ছুঁতে পারবে নাকো।