জানি না কবে অবসান হবে অলীক সুখের এই নিদের
জেগে ওঠার তৃষ্ণা কবে পাবে আবার মুমিনদের!
জানি না কবে উঠবে বেজে ইসরাফিলের ওই শিঙ্গা
হবে শুরু প্রলয়কাণ্ড, মুক্তি পাবে রোহিঙ্গা।
মিয়ানমারের আরাকানে রক্ত ঝরছে মুসলিমদের
আমরা শুধুই দেখছি নীরবে, ভুলে গেছি ডাক কর্তব্যের।
রোহিঙ্গারা ভিনদেশি ভাই, আমার দেশের নয়
মরলে তারা মরুক গিয়ে, মোর তো ক্ষতি নয়!
গা বাঁচিয়ে পারব যত চলব আমি পথ
করি না কেয়ার খোদার কাছে করেছি যে শপথ।
মুসলিমরা সব ভাই-ভাই, কেউ নয় কারো পর
আদম-হাওয়া থেকেই শুরু মোদের সবার সফর।
হয়েছি বিভক্ত দেশে, জাতিতে, বর্ণে এবং ভাষায়
পরস্পরকে ভালোভাবে আবিষ্কারের আশায়।
ভুলে গিয়ে আল কুরানে মহান প্রভুর সেই কথা
সবকিছুকেই আমরা এখন মনে করি রূপকথা!
কে মরে আর কে-ই বা বাঁচে করে না এটা ম্যাটার
আমার মতো চলব আমি, গা জ্বলে কোন ব্যাটার!
যতই মরুক মুসলমান দেশে কিবা বিদেশে
আমরণ চুপ থেকে যাব আমি মরণ যদ্দিন না আসে।
ফিলিস্তিন, সিরিয়া, ইরাক এবং আফগান;
কিংবা মোদের জন্মভূমি, পাশের হিন্দুস্তান
রক্ত ঝরবে সবখানেই, যেন কিছুই করার নাই,
কাপুরুষে পূর্ণ বিশ্ব, বীরপুরুষের দেখা যে নাই!