বাইরে পরেছি জ্ঞানের মুখোশ,
ভিতরে জ্ঞানের কিছুই নাই;
বাইরের লোক ভাবে আছি বেশ খোশ,
ভিতরে দুঃখের সীমা নাই।
বাইরে ভালোর বেশ ধরে থাকি,
ভিতরে ভালোর কিছুই নাই;
ভালো মানুষের অভিনয় করি,
গোপনে মিথ্যার জাল বিছাই।
মুখ দেখে যদি চেনা যেত মানুষ,
ধরা পড়ে যেতাম ভাই;
মুখের আড়ালে লুকিয়ে মুখোশ,
তাই তো একটু স্বস্তি পাই।