কিছু সুখ মিশে গেছে কালে-অকালে
কিছু গান মিশে অাছে জীবনের তালে
কিছু রূপ বয়ে চলে জীবন গহীনে
কিছু কাব্য মনের ভেতর
কিছু উষ্ণতার বেড়াজালে।


অামি হাটি  পায়ের তালে,  
অামি সুর মেলাইনা গানে
অামি অাঁকি না  কোন প্রচ্ছদ
কাব্য কলা নতুনা পেটের টানে।
অামি জোয়ারে ভাসি
সে অামার মনের হাসি
যখন যে ভাবে ভাবি
যে ভাবে খুশি।


অামি কবিতা পড়ি না কারোর
অামি গল্প জানিনা কারোর
ধরাবাঁধা নিয়মে,
যখন ইচ্ছে টানে,  
খুজে ফিরি প্রেম জীবনানন্দে
খুজে ফিরি স্বদেশ শামসুরের কাব্যগানে
যখন ইচ্ছে করে  অামার ; অামি খুজে ফিরি অামায়
অামার মতো করে,  
কাব্য কলা ঔপন্যাস  নয়তো কাব্যগানে।


অামি দেখেছি শহরের পথে
প্রেম! বালিকার হাসি,
অামি বুঝেছি তখন সে কুমারিকার ঝঙ্কার
অামি অাকাশে ডানা মেলেছি তখন
কল্পনা অফুরান।


অামি বাস্তবতা বুঝিনা
অামি প্রেম সুধা খুজিনা
অামি জীবন-মরন জানিনা
অামি অামাকেই চিনিনা
অামি খুজে ফিরি ইচ্ছাকে
ইচ্ছেদের শহরে।


অামি প্রেম নই,  ভালোবাসা  বিচ্ছেদ নই
অামায় ভালোবেসে কেঁদেছে  বালিকা
করেছে অশ্রু পাত,
দিক-বেদিক অামি হেটে গেছি
সে অামি শুনিনি।


অামি রং তুলি  রং নই
স্থির কোন কল্পনা বিভুর স্বপ্ন নই
অামি বাস্তবতা নই
অামি মিশে যাই পানি যেমন।
কালে-অাকালে অামার ধূসর জগতে।