থেমে গেছে নগরীর কোলাহল,
নেই পথে ব্যাস্ততা,
দিকে দিকে লেগে গেছে শিশিরের ছোঁয়া,
কখনো মৃধু বাতাস।
কখনো কানে ভাসে নাগীনির নিশ্বাস
স্বজন হাড়ানো আর্তনাদ।
শিশুরা ও এখন ঘুমিয়ে
মায়ের কোলে জড়িয়ে।


গৃহীনি হয়ত এখনো পায়নি ছুটি সময়টা যে আদিমত্বার।
কিছু শকুনীর আর্তনাদ ভাসে স্বজন হাড়ানো সূড়ে ।
কেউ ঘুমিয়ে শহরের পথে কেউবা অট্টালিকা পরে।


ব্যাস্ত শহর এখন ঘুমিয়ে
তবুও কেউ অন্য পথে
জীবিকার প্রয়োজনে।


হে শহর
কত রূপ তোমার ?
সূর্যের আলোয় হাসো তুমি
সব পাপ গুছে,
আধাঁরে আবারো পা বাড়াও নিষিদ্ধ সে পথে।


হে নগরী,
কত রূপ তোমার?
কত রূপে সাজোঁ তুমি!
আধাঁর আলোতে,
আমি রবনা আর তোমাতে,
দেখতে চাইনা আর এ রূপ
এই নিষিদ্ধ নগরীর বুকে।