কি অপরূপ মহিয়সী
স্তব্দ করে দিল অনুভূতি!
না কল্পনায়, না কাব্য কলায়,
অপরূপ তাহার যোগল আখিঁ
কৃষ্ণ কাল কেশ,ফলা ফলা ঠুট
ডাগড় ডাগড় তাহার চাহনি
এক স্তব্দ অনুভূতি!
কিছুই ভাবতে পারিনি তখন
অনুভূতি থমকে গেল,
অপরূপ, রূপময় মায়াবি হাসিতে,
সে,
সে নয় কোন কারুকার্য কবিতায়
নয় কোন শিল্পির আকাঁ
শিল্পকলায়
সে এক অপরূপ,
মোমের তৈরি, বিধাতার অপূর্ব
দান,
শিল্পি খুজে পাবে না সে রং
প্রেমিক খুজে পাবে না, সে
সুধা!
বিধাতার অপূর্ব শিল্পকলা!
তাকে আকঁতে গেলে রং
হাড়াবে
ছুতে গেলে গলে যাবে
যেন এক মোমের তৈরি, নতুন কোন
সভ্যতা!
অপরূপ রূপ দিয়ে গড়েছে
বিধাতা!
জানিনা কতক্ষন তাকিয়ে
ছিলাম
কোথায় যেন হাড়িয়ে গেলাম
হয়ত যুগ যুগ চলেছে
রূপ নাহি ফুড়াত,
তার বিদায়ী সময় না এলে!
অবশেষে সে চলে গেল
অনন্ত কালে কেড়ে নিল,
শিল্পির ব্যার্থ ছবি আকাঁ!
সে এক অপূর্ব মহিয়সী
জানতে পারিনি তার নামটা!