হৃদয়ের ক্ষতগুলো অনেক পুরোন
পাপের প্রাচীরে পূণ্যের দাবানল জীর্ণ।
রক্ষিতার নিত্য প্ররোচনায়...
বিপথের নাগাল পায় সময়।
অর্জিত সব মনুষত্ব তীর্থের কাক
শৃঙ্খলার শীরচ্ছেদ দু:স্বপ্নের ডাক।
অপরিপক্ক জীবন হারহামেশায় নিন্দিত
দেনাপাওনায় যোগহীন বিয়োগ হয় অর্জিত।
সকল প্রাজ্ঞতায় হেনেছে দীনতা
কামনার তাপদাহে জ্বলছে চীতা।
দ্বিধা দ্বন্দ্ব ছুটছে নিরব ঘাতকের ন্যায়
দেহপটে ধরেছে ঘূন বিভীষিকাময়।
স্বপ্নের ইতিটান এই চোরা বালিতে
বিকশিত শক্তির পরাজয় গ্লানিতে।
নির্বাক নয়নে চেয়ে থাকা আকাশে
চিরতরে মিশে শেষ বস্তুনিষ্ট উৎসের সকাসে।
সমাপ্তির ইতিহাসে সমাপনি কথা শেষে
সযতনে লালিত শ্রীমান কলঙ্কিত নীল বিষে।