পৃথিবীর যত আঁধার সব আমার কাছে, অস্তমিত সূর্যের ভার সব আমার কাঁধে।
আমি নির্ভয় থাকি যখন গ্যাব্রিয়েল আসে আমার কাছে। শুনতে চাই সে বাণী যা আমার তরে।
ভুলে যেতে চাই অর্ফিয়াসের সুর, শুনেছি যখন তোমার রাগ।
কাটিয়ে উঠা বেদনা ফিরে আসুক উজ্জ্বল হয়ে, শুষে নিতে চাই তা আমার আঁধারে।
ছুটে চলি আপন হৃদয়ের গহ্বরে, যেখানে আছে না পাওয়ার কোলাহল।
শিহরণ হেসে উঠে তখন সর্বাঙ্গে ফেটে যায় আমার মস্তিষ্ক, নিউরণে থেকে যায় শুধুই তোমাকে মনে পড়ার হাহাকার।
স্বপ্নদেবের কাছে সঁপেছিলাম নিজেকে, পেয়ে যেতে শুধুই তোমাকে।
যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো ফাঁপা থেকে যায় ঈশ্বরী তোমার কিচিরমিচিরে।
থেমে যায় কোলাহল তুমি শশী আস যখন নিজের কাছে।
নি:শব্দে শক্তিতে আগুণ জ্বলে আমার বিবর্ণ চোখে।
হাত বাড়িয়ে দেই তোমার পানে, পায়নি তো সে সুখ যা ছিল আপনার কাছে।