যেদিন আমাদের দেখা হবে সেদিন কি আকাশে আলো থাকবে? না সব আলো শোষিত হবে আমার মনেতে?



হঠাৎ উড়ে আসব তোমাতে, দেখতে প্রিয় হাসিটা। জেগে থাকব পূর্ণ রজনী, ভেবেই যাব সেই ভালো লাগার স্মৃতিটা।
হয়ে যাক না সেই সময়খানি আমাদের দু:খের শেষের শুরুটা। ঘুমাব আমি তোমার কোলে মাথা রেখে সারা জীবনটা।


আমাদের কি দেখা হবে? না হলে না হউক, স্বপ্নে হোক তা প্রতিদিন। রংধনুর রঙ হয়ে আস, তুমি প্রিয় সপ্তাহের সাতদিন।
বুনো হাঁস হয়ে উড়ে আস আমার হিয়ার মাঝেতে। ঘুমিয়ে থাক এখানে, কেউ তুলবে না কোনমতে। তুলে দিব সে সময়, যখন দেখা হবে আমাদের।
যখন আমাদের দেখা হবে টিপ পরাব তোমার কপালে, চেয়ে দেখবে শূণ্য আমাকে ভালোবাসি কতটা আমার প্রিয়াকে।
খুশিতে লুটিয়ে যাবে আমার উপরে, জড়ায় ধরব তোমার পৃষ্ঠে।
কেটে যাবে সব জড়তা, হয়ে যাব স্পষ্টভাষী।
তোমার পেলে থাকব না আর গুমোট মুখের
বুড়ো চাষী।


আসব আমি এই ভেবে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে, পারি না সাঁতার কী হয়েছে শিখে গেছি হয়তো তোমার প্রেমে পড়ে। হাবুডুবু কম তো খাইনি, তোমায় আমি ভালোবেসে!


আচ্ছা আমাদের কি দেখা হবে?