মানুষের হৃদয় কাদামাটি
এখানে সাদা, কালো,রঙিন
হরেক রকম বিশ্বাস জন্মায়।


বিশ্বাস, হৃদয়, কাচের মত
খুব যতনে রাখতে হয়
সামান্য সন্দেহের আচড় থেকে
হয় গভীর ক্ষত।
প্রিয় মানুষের কাছে
বিশ্বাস হারানোর চেয়ে
মৃত্যুই শ্রেয়।

দীর্ঘ পথ একসাথে হেটে
ধীরেধীরে গড়ে উঠে
বিশ্বাসের ফাউন্ডেশন।
খুব সহজেই মানুষের উপর
বিশ্বাস হারানো কি ঠিক,
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।।