বৃষ্টি এল, খেলতে চল
          নদীর কিনারায়
পিছল পিছল খেলব খেলা
          মাখব কাঁদা গায়।।
কাল যেখানে শুকনো ছিল
         ধরব সেথায় মাছ
তাড়াতাড়ি ফিরব ঘরে
        যদি পড়ে বাজ।।
কদম গাছে ফুল ফুটেছে
        দেখতে অপরুপ
এমন দিনে ঘরের কোনে
        যায়না থাকা চুপ।।
ঝমঝমিয়ে টিনের চালে
         বৃষ্টি যখন পড়ে
মনটা তখন হারিয়ে যায়
         কোন সে তেপান্তরে।।
বৃষ্টি মাথায় খেলব খেলা
           আহা কি যে মজা
কাকভেজাতে ফিরলে বাড়ী
            দিওনা মা সাজা।।