আষাঢ় মাসে বৃষ্টি আসে
সকাল দুপুর রাতে
একটু থামে,আবার নামে
মনের ইচ্ছামতে।।


খাল বিল সব থৈ থৈ থৈ
কানায় কানায় ভরা
নদীর বুকে ঢেউয়ের জোয়ার
বইছে স্রোতের ধারা।।


দলবেঁধে সব ব্যাঙরা নাচে
করছে ডাকাডাকি
বিলের ধারে, ধানের ক্ষেতে
খুশির মাখামাখি।।


মাছগুলি সব রং মেখে গায়
উজান স্রোতে বায়
নতুন পানির পরশ পেয়ে
ছুটছে অজানায়।।


রাখাল ছেলে বন্দি ঘরে
অলস সময় কাটায়
বাঁশি রেখে ডুবে দিছে আজ
অতীত স্মৃতির ভেলায়।।


কেহ ঘরে আড্ডা জমায়
কেহ পাড়ে ঘুম
আষাঢ় মাসের বৃষ্টি মানে
ঝুম ঝুম ঝুম,ঝুম।।