বিশ্ব আজ এগিয়ে চলছে মধ্যযুগীয় বর্বরতার দিকে
মানবতা বিপরযস্ত,জঙ্গিরা উন্মত্ত হিংস্রতায়।
আমি হতবিহ্বল, নির্বাক, সুন্দর পৃথিবীটাকে
কোথায় নিয়ে চলছি আমরা, কোথায়!


প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে
ক্রমশ ঢেকে যাচ্ছে সৃষ্টিশীলতা।
অসুর,হায়েনার নগ্ন নৃত্যের কাছে
জিম্মি মানুষ ও মানবতা।


বাতাসে গোলাবারুদেরর গন্ধ, আহাজারি, হাহাকার
বড়ই বিভৎস, নৃশংস আজকের বিশ্ব।
রক্তভেজা হাত হিটলার রাজনীতিকদের
চারদিকে অন্ধকার আর অজ্ঞানতার জয়জয়কার।
গণতন্ত্র ক্ষতবিক্ষত সাম্প্রদায়িকতার থাবায়
মুক্তচিন্তা, বাকস্বাধীনতা রূদ্ধ।
পিশাচেরা হাসে দাঁতাল হাসি
অন্ধকারে চালায় যুদ্ধ।

একবিংশ শতাব্দীর মানুষ হার মানিয়েছে মধ্যযুগকে
মেতে আছে উন্মত্ত ধ্বংসলীলায়।
একবিংশ শতাব্দীর মানুষ পৃথিবীটাকে
ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে প্রায়।
পৃথিবীর সকল প্রানীর চোখে আজ করুন আকুতি
এবার তোমরা থামো, বন্ধ কর এ ধ্বংসলীলা।
আমাদের বাঁচতে দাও, মিনতি...
এবং মানুষ হিসেবে মনুষত্বের পরিচয় দাও এ বেলা।।