চলো যাই,ইট পাথরের এই শহর ছেড়ে
চলো যাই, ছায়া ঢাকা, পাখি ডাকা
সবুজ শ্যামল আমার প্রিয় গাঁয়।।
চলো যাই, এই ঘনবসতির নগরী ছেড়ে
চলো যাই, নদী ঘেরা, ফুলে ফলে ভরা
নির্মল হাওয়া বহে যেথায়।।
চলো যাই, দাঙ্গাহাঙ্গামার এই শহর ছেড়ে
চলো যাই, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যে অটুট পাড়াগাঁয়ে
বিপদে যাদের কাছে পাওয়া যায়।।
চলো যাই, নোংরা রাজনীতির এই শহর ছেড়ে
চলো যাই, গদি নিয়ে কাড়াকাড়ি, অস্ত্রের ছড়াছড়ি
মারমারি, হুড়াহুড়ি নাই যে ঠিকানায়।।
চলো যাই, জ্ঞানপাপীদের এই রাজ্য ছেড়ে
চলো যাই, সহজ সরল সেইসব মানুষের কাছে
যারা স্বার্থের জন্য মিথ্যা বলেনা নির্দ্বিধায়।।