নিঃশব্দে আর কতদিন থাকবে
কুম্ভকর্ণেরর ঘুম ভেঙ্গে জাগ্রত হও
বিবেক কে প্রশ্ন কর সুক্ষভাবে
তুমিও কি অপরাধী নও।।
          অন্যায় তুমি করনা কখনো
          অন্যায়ের সাথে আপোষ তোমার
          এ-কি নয় নিরব সম্মতি
          নয় কি এ বড় অনাচার।।
মানবতা গুমরে কাদে
তুমি কর অন্ধের ভান
আর্তনাদের সুর শুনে
দু আঙ্গুলে চেপে যাও কান।।
          আজ তুমি নিরাপদ
          ভেবেছ কি কাল হবেনা আক্রান্ত?
           অন্ধকারে তখন কাউকে পাবেনা
          হবেই হবে তুমিও সর্বশান্ত।।
দিওনা ঠাই অপরাধীকে
শ্বাপদের আবার বন্ধু কি
দংশিবে সুযোগে, বিশ্বাসঘাতক
জোঁক চায় রক্ত বোঝ তা-কি।।
          সময় এখনই জাগো,পরের তরে
          ঐক্যের বাধন অটুট হবে
          শোষকের রক্তচক্ষু ভয় কেন
          সহস্র হাত কে আছে দমাবে?
জাগো,জাগো,জাগো
একের পর এক মৃত্য নয়
একসাথে মরতে শেখো
শোষকের কলিজায় ধরবে ভয়।।