আমার কাঁধে পা রেখে
কি অবলীলায় তুমি উপরে উঠে যাচছ
তড়তড় করে,
লালসার দৃষ্টি তোমার আকাশপানে
আমি ক্রমশ কুঁজো হয়ে যাচ্ছি
তোমার পদভারে।।


তোমার উচ্চাকাংঙ্খা আর উচ্চাশার
বলির পাঠা হয়ে
নিরব কান্না করি,
আমাকে পিষে, শোষে, চোষে
সুউচ্চে বসে
ভুলেছ, কে তোমার সিঁড়ি।।


শ্রম বিক্রি করি,তাই
যন্ত্র ভাবো আমায়!
আমিও কোন গর্ভ হতে এসেছি,
কোন এক জননীর
ভালবাসায় সিক্ত হয়ে
সুখের প্রদীপ জ্বেলেছি।।


আমার অনুভুতি, স্বপ্ন সাধ
ছোটখাটো চাওয়া পাওয়া
সবকিছু ধূলিসাৎ,
তোমার রাক্ষুসে জিহ্বার
হয়না তৃপ্ততা কভু
মেটেনা স্বাদ।।


কতটুকু বইতে পাড়ে
সইতে পাড়ে কতটকু
আমার এ দুর্বল কাঁধ,
ভ্রুক্ষেপ নেই তোমার
নিক্ষেপ করো বিষাক্ত তীর
হয়ে উন্মাদ।।


আমার যে কাঁধ তোমার সিঁড়ি
জমেছে শ্যাওলা সেথায়
অযত্ন অবহেলায়,
পা পিছলে ধপাস করে
অধঃপতন হবে মুর্খতার
সিঁড়ি কিন্ত দাড়িয়ে থাকবে ঠায়।।