শেষ বিচারের দিনে পরোয়ারদিগার
বলবেন শোন মানব বেদনা আমার।
ক্ষুধার্ত ছিলাম আমি রাখনি খবর
উপবাসে দিনরাত ছিলাম কাতর।
অনাহারী হয়ে গেছি তোমাদের ঘরে
তাড়িয়ে দিয়েছ তুমি দূর দূর করে।
অভুক্ত ছিলাম আমি দাওনি তো খাবার
করেছো আমার সাথে নীচ ব্যবহার।
নিজেরা খেয়েছো কত সুস্বাদু খাবার
এক মুঠো ডাল ভাত জুটেনি আমার।
অসুস্থ ছিলাম আমি বড় অসহায়
চিৎকার শুনেও তুমি নিয়েছ বিদায়।
ভালবেসে পাশে বসে কেউ কোনদিন
অসুস্থ এই অামাতে হলে না বিলীন।


মানুষ অবাক হয়ে বলবে হে দয়াল
এসবের ঊর্ধ্বে তুমি জানি চিরকাল।
রোগশোক ক্ষুধাতৃষ্ণা ছুঁয় না তোমায়
তুমি অমর অক্ষয় জেনেছি সদাই।
অাজ কেন শেষ দিনে এই অভিযোগ
তুমি এক অদ্বিতীয় নেই সুখ দুখ।
তোমার লাগেনা জানি কোনদিন ভূক
কিভাবে করবো তা সেবা না হলে অসুখ।
তুমি এক মহাসত্ত্বা অনন্ত অসীম
বুঝিনা তোমার কথা রহমানু রাহীম।
বলবে সেদিন দয়াল হে বান্দা সকল
মানবের মাঝে অামি করি চলাচল।
তোমার পাশেই ছিলো কত অনাহারী
তোমার পাশেই করছে রোগী অাহাজারী
ক্ষুধার্ত লোকেরে যদি খাওয়াতে খাবার
অসুস্থ  লোকেরে যদি দেখাতে ডাক্তার,
আমাকে খাওয়ানো হতো করা হতো সেবা,
মানুষ আমার প্রিয় আর আছে কে বা!


অক্ষরবৃত্ত ৮+৬
প্রকাশকাল ০৭/১১/১৭ইং।