গ্রামের মানুষগুলি এখন
অতটা সহজ সরল নয়
যতটা পড়েছি গল্প কবিতায়
অতটা বোকাসোকা নয়
সিনেমা নাটক যতটা দেখায়।


ভিলেজ পলিট্রিক্স।
ছড়িয়েছে বিষ।।


এখন তারা রাজনীতি বুঝে
দল বুঝে, ক্ষমতা বুঝে,
ভাই, বন্ধু, আত্মীয় বুঝেনা
স্বার্থ খুঁজে।


এখন তারা অনেক বেশি আধুনিক
নেটে থাকে, চ্যাটে লিখে
সম্মুখে নয়, ফেসবুকে,
মানবতার জোয়ারে জাগে!


সাদামাটা সেই রহিম শেখ
এখন অনেক বেশি ধূর্ত
মানুষের আবেগ নিয়ে খেলে
বিবেক মৃত।


উচ্চ মাধ্যমিকে পড়ে ছেলেটা
মা ডাকেন খোকা,
দেখতে বোকাবোকা
সারাক্ষণ একাএকা থাকে,
অস্ত্রসহ ধরে নিল পুলিশ
শুনে অবাক পাড়ার লোকে!


সবচেয়ে ভদ্র, শান্ত,যুবকটি
দুরন্ত কিশোরটি
মাদকের আড্ডায়, ভীড় জমায়।


গল্প কবিতায়, নাটক সিনেমায়
ফুটে উঠেছে
যে সহজ সরল, ভাল মানুষের চিত্র
আমি হতে চাই তাদের বন্ধু
হতে চাই পরম মিত্র।।