হাড়কাঁপা শীত এলো পৌষেতে চড়ে
শীতে কাঁপে সারাদেশ থরথর করে।
শীতে কাবু হাবু মিয়া বাবুগিরি ছুঁড়ে
মোটা মোটা সোয়েটার গায়ে দিয়ে ঘুরে।
রাস্তার মোড়ে মোড়ে পিঠার দোকান
ভাপা আর চিতয়ের মৌ মৌ ঘ্রাণ।
লেপ কাঁথা কম্বল সম্বল শীতে
প্রস্তুত রাখে সবে শীত পাড়ি দিতে।
পুকুরের জল আহা সে যে কি ঠান্ডা
জলে নেমে কাঁপে দেখো সাহসী পান্ডা।
জেলেদের কষ্টের নাই শেষ নাই
বাঘকাঁপা ঠান্ডায় মাছ ধরা চাই।
খেয়াঘাটে বসে মাঝি কাঁপে অবিরত
শরীরটা জমে যায় বরফের মত।
বুড়াবুড়ি শীতে কাঁপে ঠকঠক করে
সকালের মিঠারোদ গায়ে নেয় ভরে।
ধনীদের শীত মানে স্বাদের ভোজন
পিঠাপুলি পিকনিক নানা আয়োজন।
গরীবের শীত আসে দুর্ভোগ নিয়ে
রোজগারে যেতে হয় শীত পাড়ি দিয়ে।
এই শীতে সকলকে করি আহ্বান
শীতার্ত মানুষের পাশেতে দাঁড়ান।