বৃষ্টি মুখর সন্ধ্যায় জানালার ধারে
উদাসী কবির মত বসে আছি একা,
হৃদয়ের দরজায় স্মৃতি কড়া নাড়ে
কেউ যেন চুপিসারে দিয়ে যায় দেখা।
যাকে নিয়ে শত কাব্য এ হৃদয়ে লেখা
যাকে শুধুই ভেবেছি আপন সংসারে,
প্রথম প্রেমের পাঠ যার কাছে শেখা
তার কথা মনে আজ পড়ে বারেবারে।


অাবেগের স্রোতে মন উথলিয়া ওঠে
সেই দিনগুলির কথা অনুভব হয়,
দুজনার প্রেম ছিল আহা মধুময়
অাজ মনে কেবলি তা ব্যাথা হয়ে ফুটে।
কান্নার আওয়াজ শুনি ভিতরে আমার
চারিপাশ হয়ে আসে আরো অন্ধকার।


সনেট (কখকখ  খকখক গঘঘগ ঙঙ),
রচনাকাল  ২৫/১০/১৭ ইং।