আমাদের জীবনের নেই কোন চিন্তা,
খাই দাই গান গাই তাক ধিন্ - ধিন্ তা।
রোজগার বড় কম , নাই কোনো ঠিকানা
ছেঁড়া কাঁথায় শুই মোরা , নাই কোনো বিছানা।
ঘুরে ঘুরে ফিরি মোরা শহরে আর গ্রামেতে,
আমাদের চেনে লোকে যাযাবর নামেতে,
রবি ভালো গান করে ,শুনে লোকে  খুশি হয়,
আমি বাজিয়ে বাঁশি তালে শুরে মিলে লয়।
এই ভাবে কাটে দিন,জুটে যায় জল ভাত ,
নেই কোন চাল চুলো, ফুটপাতে কাটে রাত।
মনে বড় কষ্ট  , তবু জল নেই চোখে।
লোকেদের খুশি করে হাঁসি ফোটাই মুখে ।