( গিন্নি-)" বেশ তো দেখি মাছ এনেছো ,রাঁধবো কি দিয়ে ?                
    তেল -টেল সব শেষ হয়েছে ,আন তবে গিয়ে ।।"
(কত্তা-)"কি বল কি গিন্নি তুমি সেদিন ই তো আনলাম তেল !
কি যে এমন কর বুঝিনা ছাই ,সামলাও তো সুধু ঐ হেসেঁল।।"
(গিন্নি- )তুমি বড় জান ভারী , হেঁসেল কাকে বলে !
একবারটি এসে দেখোনা , জানবে তলে তলে ।।"
"দুটি টাকা রোজগার করে ভাবছ নিজেকে রাজা ,
চুলোর সামনে বসিয়ে দেব যখন ,বুঝবে তখন মজা।।"
"মুখের সামনে খাবার যখন মিলবে নাকো আর ,
সেদিন থেকে বুঝবে তুমি , দর কত আমার ।।"
(কত্তা-) "কি ভেবেছো কি রাধতে আমি জানিনা কোনো কিছু !
এমন করে রান্না করবো , তোমার মাথা হবে সুধু নিচু।।"
(গিন্নি- ) "বেশ তাহলে দেখাও দেখি , তুমি কেমন পারো কাজ ,
বিনা তেলে রেধেই দেখাও তোমার আনা মাছ।।"
(কত্তা-) "সব কিছু কি আমিই করি তুমি এই তো চাও !
তোলপী-তলপা গুটিয়ে না হয় বাপের বাড়ীই যাও।।"
"সব কিছু যদি আমিই করবো করলাম কেন বিয়ে ,
বাপের বাড়ী তোমায় তাহলে রেখে ই আসি গিয়ে।।"
(গিন্নি-) "ক্ষমা কর ঘাট হয়েছে আমি না তোমার স্ত্রী!
রাগ করে অমন কথা বলতে আছে কি? "
ঠাট্টা করে ই বলেছিলাম রাগ করতে কি পারী?
একা ফেলে তোমায় আমি কি করে যাই বাপের বাড়ী।।"
(কত্তা)" বাপেরবাড়ীর নামে যখন গায়ে আসে জ্বর ,
         শান্তি মতন কর তাহলে এই স্বামীরই ঘর।।"