কুয়াশায় মোরা শীতের সকাল ,শিশিরে ভেজা ঘাস, সোনালী রোদের আলোয় ভরাল রঙীন নীল আকাশ। খাবারের খোঁজে কতনা পাখীরা যাচ্ছে নুতন দেশে, হিমেল বাতাস শীতের আসার খবর দিল এসে। সোনালী আলো ছড়িয়ে গেল বাগানের ঘাসে ঘাসে, পাখীর কূজন শোনা গেল প্রতি গাছে গাছে। বাগানে তখন কলীতে -কলীতে ঘুরছে প্রজাপতি, চলেই গেলাম দৃশ্য দেখতে এমনই হল মতি। প্রকৃতির এই বিরল দৃশ্য প্রতিবছর ই আমি দুচোখ ভরে দেখি, মনের ভেতর গহন কোনে তাকে গেঁথে রাখি। ।