সভ্য সমাজ এই কি তোমার মানবিকতার পরিচয়?
     তিলে-তিলে আজ ভাঙিতে চলেছে অগুনিত নারীর হৃদয়,
মায়ের গর্ভে কন্যা সন্তান আজ নাই আর সুরক্ষিত ,
    উপরে তাকে ফেলিতেছে আজ কিছু মানুষ অশিক্ষিত।
বিনাশের পথে চলিতে বসেছে নারী পুরুষের সমাজ ,
  আগামি কাল কে বাঁচাতে চাহিলে , নারীকে বাঁচাও আজ ।  


  বিশ্বসমাজ থামাও নিজেকে ,বাড়াইনা সংঘাত ,
অসামঞ্জস্য তবে  বাড়িয়াই চলিবে , আসিবেনা নবীন প্রভাত ,
নব আলোড়নে জাগিয়া ওঠো , জাগো হে সভ্য সমাজ,
নরসংহার রুদ্ধ করো , করো কিছু ভালো কাজ।


বৃদ্ধের সংখ্যা ক্রমবর্ধমান , শ্রমের জোগানে তাই ভাটার টান,
বিশ্ব মাঝারে কি করিয়া বলিবে, কি দিয়াছো প্রতিদান ।
নারীজাতী বিনা সমাজ কখনও হয়না প্রশমিত ,
তাদের লইয়াই নতুন সমাজ , নতুন ভাবে হোক গঠিত।


দাঁড়িপাল্লার ন্যায় নারী ও পুরুষ এ সমাজে একে অপরের অবলম্বন ,
কোনো ভাবেই তাকে কারো হস্তক্ষেপের দ্বারা করিওনা তাদের বিভাজন ।
অন্তরআত্মাকে জাগিয়া তোলো , করিওনা নারীজাতীর হত্যা,
এসমাজ হইতে বিলুপ্ত হইবে তবে পুরুষ জাতিরও সত্তা