আকাশে তখন শুধু ছিল মেঘে ঢাকা তারা,
     আর কোথাও কেউ ছিলনা তুমি আমি ছাড়া।
কথা কিছু বলবে বলে বললে না তো আর ,
কখন জানী সকাল হল রাতটাও হল পার।
  ভেবেছিলাম মনের কথা  বলার কিছু আছে,
তাই তো আমায় ডেকছিলে একা নিজের কাছে।
কত দিনের অপেক্ষার পর যদিও সময় এল ,
বলতেই হয়ত চাওনি সেদিন কিছু যদি বলার ছিল।
আজ তবে আর কেনই শুধু মিথ্যে আশা নিয়ে,
তোমার জন্য বসে থাকব ,কোরবো না কেন বিয়ে!
সত্যি যদি বাসতে ভালো হতাম না আজ পর,
টোপোড় মাথায় তুমি আসতে ,হয়ে আমার বর।
ভুলটা বোধহয় আমার ছিল তোমায় ভালোবাসা,
জিবন সঙ্গী তোমারই হব ছিল এই প্রত্যাশা। তাই,
শুধরে  নিতে ভুলটা নিজের তোমার দেওয়া সব চিঠি , পাঠিয়ে দিলাম তোমারই কাছে , আজ যা আমার কাছে বেদনার স্মৃতি ।