আজ থেকে ঠিক দশটি বছর পরে ,
         থাকবোনা যখন আমি তোমাদের জীবনে ,
মনে পড়বে যখন আমার কথা বারে-বারে ,
       আমি থাকবো তখন এই রাঙা মাটির চরণে ,
খুঁজে পাবে হয়ত আমায় শিল্পির আবেগভরা গানে ,
ফুল হয়ে ফুটে আছি হয়ত কোনো মালির কাননে !
আমি সদা ছিলাম, আছি, থাকবো তোমাদেরই মাঝখানে।
দেহখানি নয় নাই বা থাকলো ,সে তো নশ্বর ,
আত্মা কখনও হয়না বিলিন, সে যে অবীনশ্বর ।
দেহ খানি তো এক বৃহৎ মাংসপিন্ড , পুড়ে হয়ে যাবে ছাই ,
বাতাস হয়ে তখন মেঘেদের মাঝে থাকব আমি সদাই ।
প্রাণভরে যদি ডাকো ভালোবেসে ,খুঁজে পাবে অন্তরে ,
স্পন্দন হয়ে না হয় রয়ে যাব তখন তোমাদের হৃদয় গহ্বরে ।