নিরব আমার মন টা যেমন ,নিরব তার ভালোবাসা... প্রকাশ তার নেই যে কখনও কোনো কিছুতে ,নেই কোনো তার ভাষা। না বলা কথা গুলো যখন মনেতে উঁকি-ঝুঁকি মারে ... মূক বধীরের ন্যায় বিনা বলাতেই চোখেই ধরা পড়ে।ভালোবাসা বোধহয় এমনি ই মধুর বিশ্বাসের পথে চলে... অন্তরের প্রেম নিরবে সদা তাই নিরবে কথা বলে। যে বোঝেনা নিরব প্রেমে ভাসে যে মনের পবিত্রতা.... জলের মত শীতল সে যে ,নেই কোনো তাতে মলিনতা....। এমন ই হল আমার ভালোবাসা মন দিয়ে যায় তাকে চেনা .. ভাষাহীন এমন ভালোবাসা কে তাই সবারই লাগে যে অচেনা .. চাই না তো আমি ভাষা দিয়ে তাকে ,হারিয়ে ফেলতে তার মধুরতা ... আমার প্রেম থাকনা নিরব , আমার ভালো লাগে তো নিরবতা।।